স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের ফুটবল ইতিহাসে ভিন্ন এক চিত্র। প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে তাহসিন আলম প্রিয় ডাক পেয়েছেন স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব মালাগা সিটি এফসির অ্যাকাডেমিতে।
১৫ অক্টোবর স্পেনের পথে বিমান ধরেছেন তাহসিন। ১৯ অক্টোবর ক্লাবের অ্যাকাডেমির সঙ্গে ট্রেনিং শুরু করার কথা রয়েছে তাঁর।
রাজধানীর উত্তরার ছেলে তাহসিন করোনায় লকডাউনের সময়ে অনলাইনে মালাগা সিটি এফসিতে আবেদন করেন। তাহসিনের ভিডিও পছন্দ হয় অ্যাকাডেমির। সপ্তাহখানেকের মধ্যে চুক্তিপত্র পাঠায় তারা।
আমন্ত্রণ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তাহসিন বলেন, ‘জুনে সিভি আর ভিডিও ফুটেজ দিয়ে আবেদন করি। ওদের কাছ থেকে সাড়া মিলবে আমার কল্পনাতেও ছিল না।’
সূত্র- নিউজ বাংলা টুয়েন্টিফোর ডট কম