Thursday, December 3, 2020

কুবিতে আইকিউএসির দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ৩য় ও ৪র্থ শ্রেনির কর্মচারীদের নিযে `Disciplinaries, Service Rules and Office Management` শীর্ষক ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ. এমরান কবির চৌধুরীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ. এমরান কবির চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ. আসাদুজ্জামান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ. এমরান কবির চৌধুরী তার বক্তব্যে বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কর্মচারীরা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ পেতে যাচ্ছে। এটি অত্যন্ত আনন্দের বিষয়। আমিও আপনাদের মতো একজন সরকারী কর্মচারী তাই নিয়মের বহির্ভূত কোনো কিছু করা সম্ভব নয়। প্রশিক্ষণে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যি প্রশংসনীয়।

মনে রাখতে হবে, আমাদের প্রোডাক্ট তৈরি করতে হবে আর এক একটা প্রোডাক্ট আমাদের এক একজন শিক্ষার্থী। তাই শিক্ষার্থীদের মান যতো ভালো হবে, বিশ্ববিদ্যালয়ের মান ততটাই ভালো হবে। আপনারা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন এই আশা ব্যক্ত করছি।”

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোঃ. আসাদুজ্জামান।

সর্বশেষ

তানিনের পাশে ‘জাগ্রত মানবিকতা’

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানিন মেহেদীর চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা প্রদান করেছে জাগ্রত মানবিকতা (Humanity Alive)।বুধবার (...

এমন শীত যেন ক্যাম্পাসে আর না আসে

গতবার শীতের শেষবেলায় বন্ধ হয়েছিলো বিশ্ববিদ্যালয়। এরপর বছর ঘুরে আবারও শীত এসেছে। কিন্তু ক্যাম্পাস খুলেনি। আর তাই ঘরে বসেই শীতের সময়ের ক্যাম্পাসের স্মৃতি...

কুবিতে চূড়ান্ত পরীক্ষার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ

ক্যাম্পাস ডেস্কচূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা। ২ ডিসেম্বর (বুধবার)...

বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন আয়োজন না করার অনুরোধ

ক্যাম্পাস ডেস্ক চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন শিক্ষক সমিতি নির্বাচন আয়োজন না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। গতকাল...

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান এ...

Leave a Reply