Thursday, December 3, 2020

কুবিতে উদযাপিত হলো দীপাবলি

প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীপাবলি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আজ (১৪ নভেম্বর) সন্ধ্যায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিক (মাসুম) ও সিএসই বিভাগের প্রভাষক অদিতি সরকার।

সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে মুক্তমঞ্চে মোমবাতি ও ফানুস উড়িয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।

উদ্বোধকরা বলেন, দীপাবলির আলোয় জগতের সমস্ত অন্ধকার ও অশুভ শক্তি দূর হয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। কোভিড পরিস্থিতি কাটিয়ে আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো এ কামনা করছি।

কুবিতে উদযাপিত হলো দীপাবলি

নবম ব্যাচের শিক্ষার্থী তন্ময় কুমার সরকার বলেন,”প্রতি বছরের মতো এবারও ক্যাম্পাসে দীপাবলি অনুষ্ঠানের উদযাপন করা হয়েছে। অন্ধকার দূর করে প্রকৃত সত্য তুলে আনার জন্য এবং মৃতের শান্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।”

পূজা উদযাপন পরিষদের সভাপতি হিল্লোল কান্তি দাস বলেন,”নিরাপদ দূরত্ব বজায় রাখি, স্বাস্থ্যবিধি মেনে চলি’ স্লোগান নিয়ে এবারের পূজা উদযাপন করা হচ্ছে। কোভিড পরিস্থিতির কারণে এবার ছোট পরিসরে দীপাবলির আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠানের অংশ হিসেবে ক্যাম্পাসের গেইট থেকে গোলচত্বর পর্যন্ত ও মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। অনুষ্ঠান শেষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা ও মিষ্টি বিতরণ করা হয়।

সর্বশেষ

তানিনের পাশে ‘জাগ্রত মানবিকতা’

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানিন মেহেদীর চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা প্রদান করেছে জাগ্রত মানবিকতা (Humanity Alive)।বুধবার (...

এমন শীত যেন ক্যাম্পাসে আর না আসে

গতবার শীতের শেষবেলায় বন্ধ হয়েছিলো বিশ্ববিদ্যালয়। এরপর বছর ঘুরে আবারও শীত এসেছে। কিন্তু ক্যাম্পাস খুলেনি। আর তাই ঘরে বসেই শীতের সময়ের ক্যাম্পাসের স্মৃতি...

কুবিতে চূড়ান্ত পরীক্ষার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ

ক্যাম্পাস ডেস্কচূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা। ২ ডিসেম্বর (বুধবার)...

বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন আয়োজন না করার অনুরোধ

ক্যাম্পাস ডেস্ক চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন শিক্ষক সমিতি নির্বাচন আয়োজন না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। গতকাল...

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান এ...

Leave a Reply