জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।
আজ রোববার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সংগঠনটি।
এছাড়া বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি- ২০২১ এর প্রথম কার্যনির্বাহী সভাও অনুষ্ঠিত হয়। এ সভায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়েও আলোচনা করা হয়৷
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য নিয়ে সংগঠনটির নতুন কমিটির সভাপতি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, সে সংগ্রামে বঙ্গবন্ধুর যে অবদান তা পরিপূর্ণ রূপ পেয়েছে বঙ্গবন্ধুর স্বদেশে পা রাখার মাধ্যমে।
কারণ, ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরেও সবার মাঝে একটা হাহাকার ছিলো নেতা কখন আসবে? আর সে হাহাকার দূর হয় ১৯৭২ সালের আজকের এই দিনে তার স্বদেশে ফেরার মাধ্যমে। ”
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ( মঙ্গলবার) বঙ্গবন্ধু পরিষদের এক সাধারণ সভায় এ নতুন কমিটি গঠন করা হয়।
তবে এর একদিন পরেই এই কমিটি গঠনে প্রতিবাদ লিপি দেয় বঙ্গবন্ধু পরিষদের একাংশ।