Wednesday, January 20, 2021

ঘরের ছেলে ঘরে ফিরেছে

স্পোর্টস ডেস্ক
দীর্ঘ পাঁচ মাসের লম্বা সময় কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আজ বুধবার ভোরে ঢাকায় পৌছান তিনি। বর্তমানে তিনি বনানীর বাসায় আইসোলেশনে আছেন।
কোভিড-১৯ পরীক্ষা করিয়ে রিপোর্ট নেগেটিভ আসলেই অনুশীলনের জন্য প্রস্তুত হতে পারবেন নিষেধাজ্ঞায় পরা এই সেরা ক্রিকেটার।
জুয়াড়ির প্রস্তাব গোপন করার কারণে এক বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন সাকিব। নিষেধাজ্ঞা এবং করোনাভাইরাস মহামারির পুরো সময় তিনি কাটিয়েছেন স্ত্রী ও দুই কন্যাকে নিয়েই।
আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞার সময় শেষ হতে যাচ্ছে। এরপর থেকে সব ধরণের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
দীর্ঘ বিরতির পর প্রস্তুতির জন্য সাকিব বেছে নিয়েছেন নিজের বেড়ে উঠার প্রতিষ্ঠান বিকেএসপিকে। করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেগেটিভ এলেই সাকিব চলে যাবেন বিকেএসপিতে। সেখানে কোচ নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধায়নে কাজ করার কথা আছে তাঁর।
সৌরভ/এস এন

সর্বশেষ

Leave a Reply