এমসিজে রিপোর্ট
ঢাকা এবং ময়মনসিংহ জেলার সাথে ভিডিও কনফারেন্স চলাকালীন ছাত্রলীগের প্রশংসা করেছেন আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি করোনা মোকাবিলায় ছাত্রলীগের নেয়া নানা উদ্যোগের কথা উল্লেখ করে তাদের প্রশংসা করেন।
আওয়ামীলীগ সভানেত্রী বলেন, ‘আমাদের ছাত্রলীগের ছেলেরা অনেক কাজ করছে। নির্দেশ দেয়ার সাথে সাথেই তারা নিজ নিজ এলাকায় ধান কাটতে নেমেছে। কৃষকদের সহায়তা করছে।’
এছাড়াও তিনি বলেন, ‘ছাত্রলীগের ছেলেরা স্যানিটাইজার বানিয়েছে। ফর্মুলা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবেই তারা এগুলো বানিয়েছে। আবার সেগুলো বিনামূল্যে বিতরণও করেছে।’
বিভিন্ন জায়গায় মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ায় ছাত্রলীগের প্রশংসা করে প্রধানমন্ত্রী ছাত্রলীগ কর্মীদের কল্যাণমুখী কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
/এস এন