চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে ছুটি কাটাতে স্প্যানিশ দ্বীপ ইপজিয়ার সমুদ্রসৈকতে গিয়েছিলেন নেইমার, সঙ্গে ছিলেন ছিলেন ডি মারিয়া এবং পারদেস।
আর সেখান থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফিরেছেন এই তিন তারকা।
এর আগে কদিন আগেই নাম পরিচয় উহ্য রেখে পিএসজি জানিয়েছিলো, দলের তিন জনের করোনা শনাক্ত হয়েছে।
এরপর গণমাধ্যমের সংবাদে জানা যায়, ডি মারিয়া ও লিয়েন্দ্রা পারাদেস আক্রান্ত হয়েছেন। তবে তৃতীয় ব্যক্তিকে নিয়ে ছিলো কল্পনা-জল্পনা।
আর এ কল্পনা জল্পনা ভেঙ্গেছে ফরাসি সংবাদ মাধ্যম লা’কিপ। তাদের তথ্য মতে, তৃতীয় ব্যক্তিটি হচ্ছেন নেইমার।
এদিকে করোনা শনাক্ত হওয়ার পর থেকে তারা তিনজনই আইসোলেশন আছেন। এই আইসোলেশন চলবে করোনা পরীক্ষা ফলাফল নেগেটিভ আসা পর্যন্ত।
ফলে আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লীগ ওয়ানে পিএসজির হয়ে কমপক্ষে দুইটি ম্যাচ খেলতে পারবেন না নেইমার।