একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে ‘গণতন্ত্রের বিজয়’ উল্লেখ করে আনন্দ র্যালী করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) শাখা ছাত্রলীগ।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এই র্যালী অনুষ্ঠিত হয়।
২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নিবার্চনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ র্যালীটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে অভ্যন্তরীন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকের সামনে এসে শেষ হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদা সচেষ্ট।
দেশের এগিয়ে চলায় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা রাখছে সরকার। গণতন্ত্রের অগ্রযাত্রার পথিক হয়ে থাকবেন প্রধানমন্ত্রী। ‘
র্যালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত সহ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
/নাইম