ক্যাম্পাস ডেস্ক
ফুসফুস ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানিন মেহেদীর চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা হস্তান্তর করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বেলাল হোসাইনের কাছে নগদ ১১ হাজার টাকা প্রদান করেন।
সংগঠনের সভাপতি এইচ.এম. মেহেদী হাসান বলেন, আমরা চাই তানিন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আর আমরা যারা টাকা দিয়ে শ্রম দিয়ে তানিনের পাশে দাঁড়াচ্ছি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মো. বেলাল হুসাইন বলেন, সবার এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন তানিন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।
করোনা পরিস্থিতিতে প্রতিকূল পরিবেশে তানিনের চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিভাগের পক্ষ থেকে সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন:
‘চারুলতা’র অমল থাকবে অমলিন
তানিনের চিকিৎসায় অর্থ সহযোগিতা করলো কুবি রোটার্যাক্ট ক্লাব
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সাইমন ও ইমরান।