Tuesday, January 19, 2021

কুবি প্রক্টরের ভাই নিখোঁজ

টাকা তুলে ব্যাংক থেকে বের হয়ে বাড়ি ফিরেননি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের বড় ভাই মো. বেলাল উদ্দিন(৫০)।

গতকাল রোববার বিকাল সাড়ে তিনটা থেকে পৌনে চারটার দিকে ব্যাংক থেকে আড়াই লাখ টাকা তুলে বের হয়েছিলেন তিনি। এরপর থেকে নিখোঁজ তিনি।

নিখোঁজ ভাইয়ের ব্যাপারে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘গতকাল দুপুর বেলায় ভাই বের হওয়ার সময় কর্মচারীদের বলে গিয়েছিলেন উনি ফেনীর ঢাকা ব্যাংক এ যাচ্ছেন।

এরপর রাত সাড়ে বারোটার দিকে আমার পরিবার ফোন দিয়ে বলেন ভাই বাসায় ফেরেনি এবং উনার ফোন বন্ধ। তারপর আমিও ভাইকে ফোন করে উনার ফোন বন্ধ পাই।

তিনি বলেন, আজ সকালে ভেরিফিকেশনের জন্য ব্যাংকে লোক পাঠিয়েছিলাম। ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, তিনি গতকাল সাড়ে তিনটা থেকে পৌনে চারটার দিকে ব্যাংক থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হয়ে রিক্সায় উঠেছেন। এরপর থেকে ভাইয়ের ফোন বন্ধ এবং কোনো ফোন কল আমরা পাইনি।

তিনি আরও বলেন, ফেনী সদর মডেল থানায় জিডি করা হয়েছে। যেহেতু ঘটনা ফেনীতে হয়েছে তাই সেখানেই আমরা জিডি করেছি।

জিডির বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) হায়দার আলী জানান, আমরা প্রায়োরিটি দিয়ে উনার বিষয়টা তদন্ত করে দেখছি।

/হাশমি

সর্বশেষ

Leave a Reply