Sunday, January 24, 2021

শতভাগ স্বচ্ছতার প্রমাণ দিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সিটিজেন ডেস্ক

পরীক্ষায় অনুপস্থিত, তবু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের মেধা তালিকায় নাম আসা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এ নিয়ে গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন জমা দিয়েছে।

আসলে এক পরীক্ষার্থী ওএমআর এ রোল নম্বরের জায়গায় তার রোল নম্বর দিতে গিয়ে ভুল বৃত্ত ভরাট করে। আর ওই বৃত্ত অনুযায়ী রোল নম্বরটি ছিল অনুপস্থিত শিক্ষার্থীর। তাই, এ সমস্যা তৈরি হয়।

সবার জ্ঞাতার্থে জানাতে চাই, এ সমস্যাটি সম্পর্কে ইউনিটসংশ্লিষ্ট সবাই অবগত ছিলেন। বিষয়টি ভুলক্রমে হয়েছে তা প্রাথমিকভাবে ইউনিটসংশ্লিষ্টরা জানলেও জালিয়াতির কিছু আছে কি না তা নিশ্চিত হতে ওই ‘অনুপস্থিত’ শিক্ষার্থীর অপেক্ষায় ছিলেন। তবে ওই শিক্ষার্থী আসেনি।

তবে এ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট আসায়, তা নিয়ে অধিকতর তদন্ত হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল এবার। দিনদিন এ বিশ্ববিদ্যালয়ের নাম যে চারদিকে ছড়িয়ে পড়ছে পরীক্ষার্থীর সংখ্যা আর বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপই তার প্রমাণ।

এ ভর্তি পরীক্ষা নিয়ে আমরা সবাই যে নিষ্ঠা আর সততার সংগে কাজ করেছি, তাতে আস্থা ছিল, আমাদের কোনো ভুল হতে পারে না।

তদন্তে তা-ই প্রমাণিত হলো।

জয় হোক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের।

সামনের ২৭ জানুয়ারি ১ম সমাবর্তন।

সবাইকে আমন্ত্রণ।

দেখে যান, দিনদিন বিশ্ববিদ্যালয়টি কীভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠছে…

লেখক- কাজী এম. আনিছুল ইসলাম, প্রভাষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ

Leave a Reply