তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর এবার ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও ধবলধোলাই হলো টাইগাররা।
অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টিবিঘ্নিত সিরিজের ৩য় টি-টোয়েন্টি ম্যাচে আজ নিউজিল্যান্ডের কাছে ৬৫ রানে হেরে এবারের নিউজিল্যান্ড সফরে পরপর ৬টি ম্যাচে পরাজয় দেখতে হয়েছে বাংলাদেশ দলকে।
বৃষ্টির কারনে খেলা শুরু করতে দেরি হওয়ায় প্রতি ইনিংসের খেলা গড়ায় ১০ ওভারে। ইঞ্জুরির কারণে খেলতে না পারা অধিনায়ক মাহমুদউল্লাহর পরিবর্তে লিটন দাসের অধিনায়কত্বে টসে জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
গাপটিলের ১৯ বলে ৪৪ এবং ফিন এলেনের ২৯ বলে ৭১ রানের ব্যাটিং তান্ডবে স্কোরবোর্ডে ৪ উইকেটে ১৪১ রান তোলে কিউইরা। টাইগারদের পক্ষে বোলিংয়ে ১ উইকেট করে নেন বোলিংয়ে তাসকিন, শরিফুল এবং মাহেদি।
১৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৭৬ রানে সব উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১৯(১৩) রান করেন নাইম শেখ।
৩ ছক্কা ও ১০ চারের সমন্বয়ে ৭১ রান করে ম্যাচসেরা হন ফিন এলেন এবং সিরিজ সেরা হন গ্লেন ফিলিপস।