Sunday, January 24, 2021

সবুজ ক্যাপ গাউনে সমাবর্তন পালন করলেন উর্মি আচার্য্য

নাগরিক সাংবাদিকতা

ছবি উর্মি আচার্য্যের ফেসবুক ওয়াল থেকে

গতকাল ২৭ জানুয়ারি ২০২০ ছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় ভীড় জমিয়েছিলেন দুই হাজার আটশত আটাশি জন গ্রাজুয়েট।তাদের সাথে কারো বাবা-মা,ভাই-বোন সহ কাছের আত্মীয় স্বজন। তাদের পদচারণায় যখন মুখরিত কুবি ক্যাম্পাস।

ঠিক তখনই বাংলাদেশ থেকে কয়েকশো মাইল দূরে ভারতের দিল্লীতে বাবাকে নিয়ে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী উর্মি আচার্য্য।

সেখানে বসেই সমাবর্তনে অংশ নিতে না পারা ও বাবার চিকিৎসা নিয়ে নিজের ফেসবুক ওয়ালে
পোস্ট করেছেন তিনি। এমসিজে নিউজের পাঠকদের জন্য সে পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

” কালো ক্যাপ, কালো গাউন পরে সবার মতো আমারও বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিলো।
কালো ক্যাপ, গাউন নাই তাই সবুজ রঙ এর ক্যাপ, গাউন পরে বাবার সাথে সমাবর্তন পালন করলাম।
সবার মত আজ হয়তো বিশ্ববিদ্যালয় থেকে আমার গ্র‍্যাজুয়েট সম্মাননা নিতে পারিনি।

তবে শ্রেষ্ট সম্মাননা আজ পেয়ে গেছি, জন্মদাতার কাছ থেকে- ” তুমি আমার মা, সারা জনমের মা,পুরো পৃথিবীর মা,বিশ্বসেরা মা তুমি, সর্বশ্রেষ্ঠ জননী তুমি”।

জানি না ভবিষ্যতে আমি যাকে/যাদের জন্ম দিবো তাদের আদর্শ জননী হতে পারবো কিনা।

তবে যে পিতা আমায় জন্ম দিয়েছে, আমি তার মা হতে পেরেছি। আর কি লাগে জীবনে!!

জীবনে পারিবারিক ভালোবাসার অভাব কখনই হয়নি আমার। অনেক দিয়েছো বাবা, এইবার তোমার সন্তানরা তোমায় দিবে। ”

সর্বশেষ

Leave a Reply