ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসানের নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বুধবার সকাল থেকেই ব্যবস্থা করা হয়েছে এ নিরাপত্তার। সশস্ত্র নিরাপত্তারক্ষী দেখা যায় তার সঙ্গে।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, “যেহেতু একটা পরিস্থিতি এসেছে। এজন্য তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিষয়টি উদ্বেগজনক। এমন কোনও ধরণের বিষয় কখনও কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা জানার পর তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট যারা তাদেরকে বলেছি। আপাতত বিসিবির নিজস্ব নিরাপত্তা বিভাগ এ ব্যবস্থা করেছে।”
কলকাতার কালী পূজায় অংশগ্রহণের ঘটনাকে কেন্দ্র করে হত্যার হুমকি দেওয়া হয় সাকিবকে। যদিও হত্যার হুমকি দেওয়া মহসিন তালুকদারকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব।
তবুও কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাকিবের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।