Monday, January 25, 2021

১৫০ বছরের পুরানো ইতিহাস ফিরিয়ে আনছেন ট্রাম্প!

১৫০ বছরের পুরোনো ইতিহাস ফিরিয়ে আনছেন ট্রাম্প। ১৮৬৯ সালে তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট এ্যান্ড্রু জনসনের পর ডোনাল্ড ট্রাম্প হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইতিহাসে শপথ গ্রহণ অনুষ্ঠানে না যাওয়া চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল শুক্রবার ( ৮ জানুয়ারি) তিনি নিজেই এক টুইট বার্তায় আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠেয় পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের অনুষ্ঠানে না যাওয়ার কথা নিশ্চিত করেছেন

টুইট বার্তায় বিদায়ী প্রেসিডেন্ট লেখেন, “যারা জানতে চেয়েছে তাদের বলছি,আমি ২০শে জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে যাচ্ছি না।”

অবশ্য ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এখন পর্যন্ত তাঁর এমন সিদ্ধান্তে কিছু করার ইঙ্গিত দেননি।

উল্লেখ্য, রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের সিঁড়িতেই নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি হয়ে থাকে।

ক্যাপিটল ভবনের এ অনুষ্ঠানেই প্রেসিডেন্ট এ্যান্ড্রু জনসন ১৮৬৯ সালে পরবর্তী প্রেসিডেন্ট ইউলিসিস গ্র্যান্টের সাথে একই ঘোড়ার গাড়িতে চড়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে অস্বীকার করেছিলেন।

/নাইম হাসান

সর্বশেষ

Leave a Reply