Wednesday, January 20, 2021

৪৩ শতাংশ স্কুলে হাত ধোওয়ার ব্যবস্থা নেই- জাতিসংঘ


পৃথিবীর অনেক দেশেই কোভিড-১৯ এর ভীতি ছাপিয়ে খুলতে শুরু করেছে স্কুল। তবে এই স্কুল খোলার ক্ষেত্রে হাত ধোওয়ার ব্যবস্থার অপ্রতুলতাকে ঝুঁকি হিসেবে দেখছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস তার সংস্থা ও ইউনিসেফের করা যৌথ এক প্রতিবেদনের কথা উল্লেখ করে জাতিসংঘ মিশনে কর্মরতদের সভায় বলেছেন, ‘পৃথিবীর প্রায় ৪০ শতাংশ স্কুলে হাত ধোওয়ার ব্যবস্থা নেই। পাঁচটি স্কুলের মাঝে দুইটি কিংবা তারও বেশি স্কুলেই হাত ধোওয়ার ব্যবস্থা নেই। যা পৃথিবীব্যাপী প্রায় ৮১৮ মিলিয়ন শিশুকে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলবে।’

জাতিসংঘের সংস্থা দুইটি স্কুলে হাত ধোয়া ও পয়ঃনিষ্কাষণের উপর করা ওই প্রতিবেদনে দাবি করে, পৃথিবীর ৪৩ শতাংশ স্কুলেই হাত ধোওয়ার মৌলিক ব্যবস্থা নেই।

প্রতিবেদনটি বলছে, পৃথিবীর ৮১৮ মিলিয়ন শিশু স্কুলে হাত ধোওয়ার সুবিধা থেকে বঞ্চিত। এদের মাঝে ৩৫৫ মিলিয়ন শিশুর জন্য স্কুলে হাত ধোওয়ার পানির ব্যবস্থা থাকলেও থাকে না সাবান। আবার ৪৬২ মিলিয়ন স্কুলগামী শিক্ষার্থীর জন্য পানির ব্যবস্থাও থাকে না। ফলে স্বাস্থ্যবিধি মানা যাবে না স্কুলগুলোতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক আরও বলেন, ‘কোভিড মোকাবিলায় যেখানে স্বাস্থ্যবিধিই মূল, সেখানে এমন বাস্তবতা চরম ঝুঁকির মুখে ফেলবে শিশুদের। সরকারগুলোর উচিত স্কুল খোলার আগে এই অবস্থার উন্নয়ন ঘটানো।’

প্রতিবেদনের ব্যাপারে ইউনিসেফের নির্বাহী পরিচালক হ্যানরিয়েটা ফোর বলেছেন, ‘আমাদেরকে শিশুদের শেখা ও তাদের বিকাশকে গুরুত্ব দিতে হবে। সেজন্য আগে নিশ্চিত করতে হবে যে স্কুলগুলো পুনরায় খোলার জন্য যথাযথভাবে প্রস্তুত হয়েছে।’

পৃথিবীর প্রায় ৬০ টি দেশে এই সংকট প্রবল বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

 

সর্বশেষ

Leave a Reply