Tuesday, January 19, 2021

কুমিল্লার বুড়িচং থানার ওসির করোনা পজেটিভ

কুমিল্লার বুড়িচং উপজেলায় আজ ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকও রয়েছেন। এ নিয়ে উপজেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৭০ জন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বুড়িচং উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু এই তথ্যটি নিশ্চিত করেছেন।

ডা. মো. মীর হোসেন মিঠু জানান, ওসি সহ বুড়িচং এ নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ছয় জন পুরুষ এবং তিন জন নারী।

বুড়িচং উপজেলায় এ পর্যন্ত মোট ২৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ২২৯ জন সুস্থ হয়েছেন এবং পাঁচ জন মারা গেছেন।

করোনা আক্রান্ত ওসি মোজাম্মেল  হোম আইসোলেশনে থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

সর্বশেষ

Leave a Reply