MCJ NEWS

কুবিতে প্রার্থনাকক্ষ নির্মাণের দাবি সনাতনী শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মচর্চার জন্য মন্দির বা প্রার্থনাকক্ষ নির্মাণের দাবি জানানো হয়েছে। সেটির নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত একটি অস্থায়ী প্রার্থনাকক্ষের দাবি জানিয়ে ১৪ দিনের আল্টিমেটাম জানিয়েছেন সনাতনী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার রেজিস্ট্রার দপ্তরে পাঠানো এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষার্থীরা বলেছে, পূর্ববর্তী প্রশাসনের কাছে একাধিকবার মন্দিরের দাবি তোলা হয়েছে। কিন্তু কেন এখনো এটি কার্যকর হয়নি তা বলতে পারছি না। এ বিষয়ে এখন আমার কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই। নতুন উপাচার্য নিয়োগ হলে আমি ওনার কাছে বিষয়টি উপস্থাপন করব। সনাতনীদের দাবিটি যৌক্তিক, নতুন উপাচার্য যাতে ইতিবাচক সাড়া দেয়, বিষয়টি সেভাবেই উপস্থাপন করব।’

শেয়ার করুন -