MCJ NEWS

সারাদেশে ঘূর্ণিঝড়ের কারণে স্কুল কলেজ বন্ধের দাবিটি ভুয়া

‘সারাদেশের স্কুল কলেজ বন্ধ ঘোষণা, ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়’- সম্প্রতি এমন একটি দাবি ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ থেকে প্রচার করা হচ্ছে। যেমন, ‘সংবাদ বাংলাদেশ’ নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে গতকাল সোমবার (২৭ জানুয়ারি) এমন একটি পোস্ট করা হয়। পোস্টটির কমেন্টবক্সে তথ্যসূত্র হিসেবে একটি প্রতিবেদনের লিংক দেওয়া রয়েছে। কিন্তু লিংকে ক্লিক করলে দেখা যায় সেটা একটি অনলাইন জুয়ার সাইটে নিয়ে যাচ্ছে।

পরে দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলাদেশের মূলধারার কোনো সংবাদমাধ্যমে দেশে স্কুল-কলেজ বন্ধের ঘোষণা বা ঘূর্ণিঝড় আসা নিয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইড এবং তাদের ফেসবুক পেইজেও স্কুল-কলেজ বন্ধ সম্পর্কিত কোন ধরনের তথ্য পাওয়া যায়নি।
আবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়েও ঘূর্ণিঝড় সম্পর্কিত কোনধরনের তথ্য পাওয়া যায়নি।

ফলে, সঙ্গত কারণে সারাদেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা এবং ঘূর্ণিঝড় নিয়ে করা পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করা হল।

/কুমার বিশ্বজিৎ রায়

শেয়ার করুন -