সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলোতে ‘পাকিস্তানের ‘দুবাইয়ে’ কেন এমন প্রতিরোধ আর আক্রমণ’ শিরোনামে একটি মতামত কলাম ছাপা হয়েছে। কলামটিতে পাকিস্তানের বেলুচিস্তানের গদরে চীনের অর্থায়নে নির্মিত পাকিস্তানের সবচেয়ে বড় বিমানবন্দর’ দাবিতে একটি বিমানবন্দরের ছবি ছাপা হয়েছে।
এমসিজে নিউজের ফ্যাক্টচেক টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বেলুচিস্তানের গদরে নির্মিত বিমানবন্দরের নয়।

রিভার্স ইমেজ সার্চে সংবাদ সংস্থা রয়টার্সের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি পাওয়া যায়। ২০২০ সালের ১৪ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, এটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে অবস্থিত বোয়িং ফিল্ডের ছবি। ২০১৯ সালের ১ জুলাই সিয়াটল থেকে ছবিটি তুলেছিলেন রয়টার্সের সাবেক চিত্রগ্রাহক লিন্ডসেওয়াসান।
অর্থাৎ বেলুচিস্তানের গদরে চীনের অর্থায়নে নির্মিত পাকিস্তানের সবচেয়ে বড় বিমানবন্দর’ দাবিতে প্রথম আলোতে প্রকাশিত ছবিটি ভিন্ন স্থানের। এমসিজে নিউজ ছবির এমন উপস্থাপনকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
প্রথম আলোর প্রতিবেদনটি পড়ুন এখানে।
/আতিকুর রহমান তনয়