MCJ NEWS

ছবিটি ক্যালিফোর্নিয়ার সম্প্রতি দাবানলের নয়

সম্প্রতি লস এঞ্জেলেসের দাবানলের পরের অবস্থা একটি ছবি প্রচারিত হচ্ছে। এরকম পোস্ট দেখুন এখানে

আলোচ্য ছবিটিকে লস এঞ্জেলেসের সাম্প্রতিক দাবানলের পরের দৃশ্য উল্লেখ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম ‘সময় টিভি’ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুকে’ একটি পোস্টার প্রচার করেছে। পোস্টটি দেখুন এখানে

এছাড়া সময় টিভির অনলাইন সংস্করণে একই ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদটি দেখুন এখানে।  

এমসিজে নিউজের ফ্যাক্টচেক টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সাম্প্রতিক লস এঞ্জেলেসের দাবানলের নয়।

রিভার্স ইমেজ সার্চে জার্মানের সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদন পাওয়া যায়। সেখানে দেখা যায় ২০১৭ সালের অক্টোবরে উত্তর ক্যালিফোর্নিয়া ক্যালিস্টোগা শহরের দাবানলের পরের দৃশ্য এটি।

অর্থাৎ সাম্প্রতিক দাবানলের পরের দৃশ্য দাবিতে সময় টিভিতে প্রকাশিত ছবিটি পুরাতন। এমসিজে নিউজ ছবির এমন উপস্থাপনকে মিসলিডিং হিসেবে সাব্যস্ত করছে।

/আতিকুর রহমান তনয়

শেয়ার করুন -