সম্প্রতি জাতীয় দৈনিক কালবেলা তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেইজ ‘Kalbela World’ এ ‘একে অন্যের স্ত্রী নিয়ে একই হোটেলে পাশাপাশি রুমে, অতঃপর…’ ক্যাপশনে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে।
ভিডিওটির আর্কাইভ দেখুন এখানে।
এমসিজে নিউজের ফ্যাক্টচেক টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাস্তব কোনো ঘটনা নয়, সাজানো এবং সচেতনতার স্বার্থে প্রচারিত।
কালবেলার প্রচারিত এই ভিডিও-র কী ফ্রেইম অনুসন্ধানের মাধ্যমে ‘3rd Eye‘ নামের একটি ইউটিউবে চ্যানেলে এটি পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ‘A Swapping Game ..! See What These Couple Did In A Hotel To Spend Their Private Time’ শিরোনামে পোস্ট করা হয়। ভিডিওটি দেখুন এখানে। ভিডিওটির আর্কাইভ।
ভিডিওটির নিচে একটি সতর্কবার্তা দেখা যায় যেখানে লিখা এই চ্যানেলটি নাটক, প্যারোডি ও সচেতনতামূলক ভিডিওগুলো কেবল বিনোদন ও শিক্ষার জন্য তৈরি। সব চরিত্র ও ঘটনা কাল্পনিক এবং সচেতনতা, বিনোদন ও শিক্ষাদানের উদ্দেশ্যে নির্মিত।
তাছাড়াও ভিডিওটির শেষেও একটি সতর্কবার্তা যুক্ত করা হয়েছে যেখানে ভিডিওটি বিনোদন ও শিক্ষার জন্য, সব কিছুই কাল্পনিক বলে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ প্রচারিত ভিডিওটি একটি সাজানো ভিডিও। কালবেলায় যে ক্যাপশনে ভিডিওটি প্রচারিত সেটিকে এমসিজে নিউজ মিথ্যা বলে সাবস্ত করছে।
/আতিকুর রহমান তনয়