কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ১০ম বছরে পদার্পণ করেছে। বিভাগের ‘প্রতিষ্ঠাবার্ষিকী’ উদ্যাপন উপলক্ষ্যে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন।
সকাল থেকেই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নিতে বিভাগের সামনে জড়ো হতে থাকেন। বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এছাড়া শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কেক কাটা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনার রুমে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষাঙ্গণ ও গণমাধ্যম’ শীর্ষক আলোচনা সভার মাধ্যমে বিভাগ দিবস উদযাপন করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৮তম বিভাগ হিসেবে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।