কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্ত:বিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫-এ মেয়েদের খেলায় পরিসংখ্যান বিভাগ এবং ছেলেদের খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় মেয়েদের এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে ছেলেদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মেয়েদের খেলায় পরিসংখ্যান বিভাগ ২-০ সেটে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে ছেলেদের খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ একই ব্যবধানে প্রত্নতত্ত্ব বিভাগকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
টুর্নামেন্টের ফাইনাল সেরা হয়েছেন সাইকা আমান সুহি ও জয় রয় এবং টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন সোনিয়া সুলতানা ও সৌরভ সিদ্দিকী।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, ‘টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় সোনিয়াকে অভিনন্দন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি, আমাদের শিক্ষার্থীরা একদিন জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে ২ ফেব্রুয়ারি আন্ত:বিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়, যেখানে ছেলেদের ১৯টি এবং মেয়েদের ১৭টি দল অংশগ্রহণ করে।
/সজিব