MCJ NEWS

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে চিত্তনামার মোমবাতি প্রজ্জ্বলন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সামাজিক সংগঠন চিত্তনামা-এর উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি মারুফ শেখের সঞ্চালনায় সংগঠনের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়। শুরুতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি পরিবেশিত হয়। এছাড়া ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে মুক্তির মন্দির সোপান তলে গানটি গাওয়া হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে মোমবাতি অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

চিত্তনামা-এর সভাপতি মারুফ শেখ বলেন, ‘১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস। রফিক, জব্বার, মতিউর মাতৃভাষার জন্য লড়াই করে শহীদ হয়েছেন। তাই আজকের এই শহীদ স্মরণের সাথে এটাও জানাতে চাই যে সকল জাতিগোষ্ঠীর মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হোক। প্রতিটি জাতিগোষ্ঠী যেন নিজ মাতৃভাষায় শিক্ষার সুযোগ পায়, সে প্রত্যাশা জানাই। একইসঙ্গে এটাও মনে করিয়ে দিতে চাই, ১৯৫২ এবং ২০২৪ একসূত্রে গাঁথা। তাই ৫২-এর চেতনাকে ধারণ করে ২৪-কে সঙ্গে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

/ সাইদ, নিলয়

শেয়ার করুন -