কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তিনজন সহকারী প্রক্টর ও একজন আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত তিন সহকারী প্রক্টর হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, মার্কেটিং বিভাগের প্রভাষক আফজাল হোসাইন এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিনুর আক্তার।
এ ছাড়া, আইসিটি বিভাগের প্রভাষক খন্দকার ওয়ালীউল্লাহকে কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নিয়োগপ্রাপ্তরা আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন।
/এএম