শিক্ষার্থীদের মধ্যে নোবেল খ্যাত হাল্ট প্রাইজের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) হাল্ট প্রাইজ অর্গানাইজেশন অন ক্যাম্পাস ক্যাম্পেইন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়েছে। ফাইনালে সাতটি টিমের মধ্যে ‘টিম ডাল-ভাত’ চ্যাম্পিয়ন হয়েছে।
অনুষ্ঠানটি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে শুরু হয় এবং বিকেল সাড়ে ৫টায় বিজয়ী দলের ঘোষণা ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।
পঞ্চমবারের মতো কুবি ক্যাম্পাসে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসডিজির ১৭টি লক্ষ্যকে সামনে রেখে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে ১২৭টি দল নিবন্ধন করে, যার মধ্যে ৭টি দল ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। ফাইনালে অংশ নেয় টিম ভিশনারি, ভিশনারি মার্কেটার্স, টিম অ্যারোমা, টিম গ্লো লিফ, টিম সিলথেরিয়া, টিম ডাল-ভাত ও টিম শতরঞ্জী।
ফাইনালে সাতটি দল তাদের বিজনেস আইডিয়া উপস্থাপন করে। বিচারকদের রায়ে ‘টিম ডাল-ভাত’ চ্যাম্পিয়ন হয়। প্রথম রানারআপ হয় ‘টিম ভিশনারি মার্কেটারস’ এবং দ্বিতীয় রানারআপ হয় ‘টিম অ্যারোমা’। প্রতিযোগিতা শেষে তিন বিজয়ী দলকে ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়।
ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল-এর কর্পোরেট ব্র্যান্ড ম্যানেজার শেখ হামীম আলী, গোদরেজ বাংলাদেশ লিমিটেডের এরিয়া লিড মো. আরাফাত হোসেন, এবরোড স্টাডি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার শাহনূর কিবরিয়া সুজন এবং লার্নিং মেট-এর চিফ এক্সিকিউটিভ অফিসার রাসেল-এ-কাওসার।
অনুষ্ঠানে এব্রোড স্টাডির ব্রাঞ্চ ম্যানেজার শাহনুর কিবরিয়া সুজন বলেন, ‘বর্তমান সময়ে ব্যবসায়িক আইডিয়া পাওয়া খুবই সহজ হয়ে গেছে। আসলে ব্যবসার আইডিয়া তৈরি করা কঠিন কিছু নয়; বরং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেই আইডিয়াগুলো বাস্তবায়ন করা এবং বাস্তবায়নের পথে যে সব বাধা আসবে, সেগুলো কীভাবে মোকাবিলা করা যায়, সে দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত। আজকের তরুণ উদ্যোক্তারা বিভিন্ন ধরনের উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করছে, যা অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, তাদের এসব আইডিয়া সফলতার রূপ লাভ করবে।’
চ্যাম্পিয়ন টিমের সদস্য তাসমিয়া মাহমুদ বলেন, ‘শুরু থেকেই আমরা এই আইডিয়ায় কাজ করছিলাম এবং খুবই আশাবাদী ছিলাম। গত বছর হাল্ট প্রাইজে আমি দর্শক হিসেবে অংশগ্রহণ করেছিলাম, তখনই স্বপ্ন দেখেছিলাম যে পরের বছর আমি এই স্টেজে থাকবো এবং ক্যাম্পেইন অ্যাওয়ার্ডটি জিতবো। আজ আমরা সেটি অর্জন করতে পেরেছি! আমি আমার টিমের প্রতি ভীষণ কৃতজ্ঞ, কারণ আমরা সবাই অনেক পরিশ্রম করেছি।’
উল্লেখ্য, অনুষ্ঠানের এসোসিয়েট ও বেভারেজ পার্টনার হিসেবে ছিল ‘প্রাণ আরএফএল’। এছাড়া, গিফট পার্টনার ছিল ‘গোদরেজ’, এসোসিয়েট পার্টনার ছিল ‘স্টাডি এব্রোড’, নলেজ পার্টনার ছিল ‘আইএলএস এক্সিলেন্স’, ইন্সপায়ারেশন পার্টনার ছিল ‘প্রগতি বই ঘর’, এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’, ‘দেশ টিভি’ এবং ‘এনটিভি অনলাইন’।
এএম/ সাজিদুর রহমান