MCJ NEWS

কুবির নতুন রেজিস্ট্রার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন রেজিস্ট্রার (অতিরিক্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠায় রেজিস্ট্রার পদে থাকা মুজিবুর রহমান চৌধুরীকে সরিয়ে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে ৩ মার্চ থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ছুটির সময়ে তিনি নিয়মিত বেতন-ভাতা পেলেও ক্যাম্পাসে প্রবেশ এবং যানবাহন, টেলিফোন, মোবাইল ভাতা ও সংবাদপত্র সংক্রান্ত সুবিধা পাবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বাধ্যতামূলক ছুটি কার্যকর থাকবে।

/ মারুফ

শেয়ার করুন -