MCJ NEWS

কুবিতে ‘অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইকিউএসি কর্তৃক ‘অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) মঙ্গলবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার আয়োজন করে।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়া, রিসোর্স পারসন হিসেবে ছিলেন ঢাকা বিএমআই-এর অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এম. আমিনুর।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল স্টেকহোল্ডারের ভোগান্তি কমাতে আমাদের কাজ করে যেতে হবে। আমরা সবাই আইন ও জবাবদিহিতার আওতায়, কেউই এর ঊর্ধ্বে নই। প্রশাসনিক ভবনের সুনাম রক্ষায় সকলের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।’ তিনি বলেন, ‘সুনাম হলে সেটি আপনাদের, আর দুর্নাম হলে আমার।’

তিনি আরও বলেন, ‘আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের সফলতা। সঠিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলেই আমরা এগিয়ে যাবো।’

অতিথিদের বক্তব্য শেষে, ঢাকা বিআইএম-এর অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এম. আমিনুর প্রযুক্তিগতসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা পরিচালনা করেন।

/মারুফ

শেয়ার করুন -