MCJ NEWS

কুবিতে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে ক্যাম্পাসের গোলচত্বরে এ কর্মসূচি পালিত হয়।

সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা।এ সময় শিক্ষার্থীরা ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আবু সাঈদের বাংলায় ধষর্কের ঠাই নাই’, ‘চব্বিশের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জোহরা মীম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন অনেকে আছেন, যারা নারীদের বিভিন্নভাবে বুলিং করেন। প্রশাসনের উচিত এসব ব্যক্তিকে চিহ্নিত করা এবং যথাযথ ব্যবস্থা নেওয়া।’অপর শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, ‘রাষ্ট্র যদি নারীদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে নারীদের নিজেদেরই আত্মরক্ষার ব্যবস্থা নিতে হবে। ধর্ষকদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

‘বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা বলেন, ‘নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছেন। ম্যোরাল পুলিশিংয়ের নামে নারী হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সহিংসতামুক্ত বাংলাদেশ চাই।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান বলেন, ‘ধর্ষণ একমাত্র অপরাধ যেখানে ভুক্তভোগীকেই নির্দোষ প্রমাণ করতে হয়। ছোটবেলা থেকেই নারীদের আত্মরক্ষার কৌশল শেখানো প্রয়োজন।’কর্মসূচি শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে সন্ধ্যায় মশাল মিছিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

/ মারুফ

শেয়ার করুন -