MCJ NEWS

‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু!’ -কুবিতে বিক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা

ধর্ষণ ও নিপীড়নের বিচারে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) রাত সাড়ে সাতটায় ক্যাম্পাসজুড়ে প্রতিবাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।

প্রধান ফটক থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’ ‘ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ‘আসিফ নজরুল তুই আইন দে, নয়তো গদি ছাইড়া দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা দাবি করেন, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। গণিত বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা শান্তা বলেন, ‘যদি একটা ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো, তাহলে আজ আর কোনো শিশু এভাবে নির্যাতিত হতো না। ৯০ দিনের বিচার নয়, এক সপ্তাহের মধ্যে শাস্তি কার্যকর করতে হবে!

‘নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দোলনা বলেন, ‘ধর্ষণের বিচার ৯০ দিনে কেন? ধর্ষকের কি আরও ৯০টা অপরাধ করার সুযোগ দেওয়া হবে?’

শুধু নারী শিক্ষার্থীরাই নয়, বিক্ষোভে পুরুষ শিক্ষার্থীরাও সমানভাবে সোচ্চার ছিলেন। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী পাবেল রানা বলেন, ‘আমার মা, আমার বোন আজ নিরাপদ নয়। এমনকি শিশুরাও ধর্ষণের শিকার হচ্ছে! ধর্ষক যদি ২০ মিনিটে এক শিশুকে শেষ করে দিতে পারে, তাহলে আমরা চাই- ২০ মিনিটের মধ্যেই তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক!’

/ সাজিদ

শেয়ার করুন -