ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা শিশু আছিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা মৌন মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন করেছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া মারা যায়। তার মৃত্যুতে কুবি শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থীরা একত্রিত হয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। পরে সেখান থেকে মৌন মিছিল নিয়ে মূল ফটক প্রদক্ষিণ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। তারা বলেন,’আমরা চাই, আছিয়ার হত্যাকারীরা দ্রুত গ্রেপ্তার হোক ও দৃষ্টান্তমূলক শাস্তি পাক। এ ধরনের ঘটনা আর কখনো ঘটুক, তা আমরা চাই না।’
শিক্ষার্থীরা জানান, বিচারের দাবিতে প্রয়োজনে আরও কর্মসূচি পালন করবেন তারা।
/ সাজিদ