কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) ব্যবসায় শিক্ষা অনুষদের ছাদে আয়োজিত মাহফিলে বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা একসঙ্গে ইফতার করেন। ইফতারের পর বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে ঈদ কার্ড ও সালামি বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক তোফায়েল হোসেন মজুমদার ও সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান খান। এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, প্রভাষক জাকিয়া জাহান মুক্তা, মশিউর রহমান ও মামুন চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ইফতার আমাদের একত্রিত করেছে, আর এই সময় দোয়া কবুল হয়। সাংবাদিকতা বিভাগের নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে, যা যথাযথভাবে পালন করা হলে দেশ উপকৃত হবে। সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা হিসেবে উপস্থাপন করাই সাংবাদিকতার মূল কাজ।’
বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, ‘এই আয়োজন সম্পূর্ণ তোমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তোমাদের আন্তরিক অংশগ্রহণ ও একসঙ্গে কাজ করার মানসিকতাই এই আয়োজনকে সফল করেছে। আমি প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ, যারা অক্লান্ত পরিশ্রম করে এ অনুষ্ঠান বাস্তবায়ন করেছে।
তিনি আরও বলেন, ‘আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হওয়ায় সম্মানিত অতিথিদের প্রতিও আমি কৃতজ্ঞত। আশাকরি, ভবিষ্যতেও এমন মিলনমেলা আমাদের সৌহার্দ্য ও ঐক্য আরও দৃঢ় করবে।’
এএম/মাহিদুল ইসলাম রাজিব