ঈদুল ফিতর উপলক্ষে ২১ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ছুটিকালীন সময়ে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পাঁচটি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
বৃহস্পতিবার (২০ মার্চ) কুবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটির সময়ে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া প্রশাসনিক ও একাডেমিক ভবনে প্রবেশের ক্ষেত্রে বিভাগীয় প্রধানের অনুমতি নিতে হবে।
ছাত্রীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। ছাত্রী হলসমূহের গেট প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা হবে। তবে বিশেষ প্রয়োজনে হল প্রভোস্টের অনুমতি সাপেক্ষে প্রবেশ ও বের হওয়া যাবে।
এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বহিরাগত যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
/এএম