স্বাধীনতা দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ২১ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। রোববার (২৩ মার্চ) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ১২ এপ্রিল পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রেজিস্ট্রার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এমসিজে নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৩ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম এবং ২৭ মার্চ থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, ১১ ও ১২ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় ১৩ এপ্রিল (রোববার) থেকে যথারীতি অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে।