কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হল বিজয়-২৪-এ ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) হল প্রভোস্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদের দিন সকাল ও দুপুরে বিশেষ খাবার পরিবেশন করা হবে। এজন্য ২৯ মার্চ (শনিবার) সন্ধ্যা ৭টার মধ্যে শিক্ষার্থীদের নাম হল গেইটের নির্ধারিত নামের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
হল প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, “প্রতি বছর ঈদে অনেক শিক্ষার্থী হলে থাকেন। আর্থিক বা অন্যান্য কারণে অনেকেই বাড়ি যেতে পারেন না। তাদের জন্য ঈদের দিন সকালে সেমাই ও মিষ্টি এবং দুপুরে কাচ্চি, দই ও কোমল পানীয়ের ব্যবস্থা করতে পেরে আমরা আনন্দিত। এতে অন্তত কিছুটা হলেও পরিবার থেকে দূরে থাকার কষ্ট লাঘব হবে।”
আবাসিক শিক্ষার্থীরা হল কর্তৃপক্ষের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, ঈদের সময় হলে থাকা শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন স্বস্তি ও আনন্দ নিয়ে আসবে।
/ ফরহাদ, হাসিন