গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।
সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় অব্যাহত হামলা চালিয়ে নারী ও শিশুসহ অসংখ্য নিরীহ বেসামরিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ধ্বংস করা হচ্ছে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো, যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন লঙ্ঘনের জঘন্য উদাহরণ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলাগুলোকে নৈতিকভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেছে, গাজায় যা ঘটছে তা নিছক একটি সংঘর্ষ নয়—এটি একটি পরিকল্পিত গণহত্যা। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য শান্তিপ্রিয় রাষ্ট্র ও সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন হামলাকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, অবিলম্বে যুদ্ধবিরতির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেয় এবং আন্তর্জাতিক আইনের আওতায় দোষীদের বিচার নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শান্তি, ন্যায়বিচার ও মানবতার পক্ষে অটল থেকে ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে। স্বাধীনতা ও ন্যায়বিচার জয়ী হোক।
/রহমত