MCJ NEWS

কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, কড়া নজরদারিতে প্রশাসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল পাঁচটায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নেয়া হয়েছে একাধিক কঠোর নির্দেশনা। পরীক্ষার্থীদের জন্য যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—

১। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে এবং ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
২। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, ব্যাগ, বই বা কাগজপত্র বহন করা যাবে না। ব্যাগ আনলে তা কক্ষের এক কোণায় রেখে পরীক্ষা দিতে হবে।
৩। রোল নম্বর ও সেট কোডে ঘষামাজা বা কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
৪। পরীক্ষা চলাকালে কক্ষ ত্যাগ করা যাবে না।
৫। উত্তরপত্রে দেওয়া নির্দেশনা সতর্কভাবে অনুসরণ করতে হবে।
৬। পরীক্ষার হলে প্রবেশের সময় পরীক্ষার্থীদের কান ও মুখমণ্ডল চেক করা হবে। নারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই দায়িত্বে থাকবেন নারী শিক্ষকরা এবং
৭। প্রতিটি পাঁচটি হলের জন্য একজন শিক্ষক দায়িত্বে থাকবেন।

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

/ সাজিদ

শেয়ার করুন -

কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, কড়া নজরদারিতে প্রশাসন