কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কেন্দ্রে সময়মতো না পৌঁছানোয় পরীক্ষায় অংশ নিতে পারেননি সাজ্জাদ নামে এক ভর্তিচ্ছু। নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পৌঁছালে তাকে পরীক্ষায় অংশ নিতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।
ঢাকার শ্যামলীর বাসিন্দা সাজ্জাদ ভর্তি পরীক্ষায় অংশ নিতে রওনা হয়েছিলেন শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটায়। কিন্তু ঢাকা থেকে কুমিল্লা আসার পথে দীর্ঘ যানজটে পড়ে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পর তিনি কেন্দ্রে পৌঁছান। তবে নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।
সাজ্জাদ বলেন, ‘ওনারা বললেন, নিয়ম অনুযায়ী সময় পেরিয়ে গেলে কাউকে প্রবেশ করতে দেওয়া যায় না। কিন্তু রাজশাহীতে দেখেছি ১০-১৫ মিনিট দেরি হলেও সুযোগ দেওয়া হয়। এখানে যদি একটু ছাড় দেওয়া হতো, তাহলে পরীক্ষাটা দিতে পারতাম, তখনও তো ৪০ মিনিট সময় বাকি ছিল।’
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে সি ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। তবে কয়েকজন পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে আসায় তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এটি আমাদের নিয়মে স্পষ্টভাবে বলা আছে।’
/ হাসিন আরমান