কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় মানববন্ধনটি পরিচালিত হয়। এ সময় শিক্ষার্থীরা “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “বিচার চাই, বিচার চাই”, “পারভেজ হত্যার বিচার চাই”, “ফাঁসি চাই, ফাঁসি চাই”, “সন্ত্রাসীদের ফাঁসি চাই”— বলে স্লোগান তুলেন।
গণিত বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. রুহুল আমিন বলেন,’আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখেছি, পারভেজকে শুধুমাত্র একটি হাসির কারণে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ আমরা এখানে এসেছি পারভেজ হত্যার বিচার দাবিতে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সঙ্গে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী হাসান অন্তর বলেন,’আমরা সবাই জানি, আমাদের ভাই পারভেজকে প্রকাশ্যে, দিবালোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে—তা-ও বিনা অপরাধে, শুধুমাত্র হাসার কারণে! এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশ্ন হলো, আমরা আসলে কতটা নিরাপদ? আজ পারভেজ, কাল আমাদের সাথেও এমন ঘটনা ঘটতে পারে। আমি এবং আমরা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, দাবি জানাই—এই ঘটনার সঙ্গে মেয়েসহ যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং তা যেন মৃত্যুদণ্ড নিশ্চিতভাবে কার্যকর করা হয়। যাতে করে এভাবে মব জাস্টিসের নামে আর কোনো নিরপরাধ মানুষকে প্রাণ দিতে না হয়।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী হান্নান রহিম বলেন,’ পারভেজ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি জানাচ্ছি। এই ঘটনার সঙ্গে যেসব মেয়েদের নাম উঠে আসছে, তাদের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের দাবি জানাই। এই ঘটনায় জড়িত ব্যক্তি যেই হোক না কেন—সে ছাত্রদল, ছাত্রশিবির কিংবা বৈষম্যবিরোধী কোনো সংগঠনের সদস্য হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
/সাজিদ