MCJ NEWS

কুবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার যথাক্রমে ৩৪% ও ৭০%

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) এবং ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফলাফল দেখতে পারবে।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে পাসের হার ৩৪ দশমিক ০৫ শতাংশ। এ ইউনিটে মোট পাস করেছেন ৭ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী। সর্বোচ্চ নম্বর (জিপিএ ব্যতীত) ৭৭।

অন্যদিকে, ‘সি’ ইউনিটে পাসের হার ৬৯ দশমিক ৭৫ শতাংশ। মোট পাস করেছেন ৫ হাজার ৩৩৩ জন। এ ইউনিটে সর্বোচ্চ নম্বর (জিপিএ ব্যতীত) ৮৮।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ৩২ হাজার ৬৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২১ হাজার ৯৯৪ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৬৩ জন।

‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেন ৯ হাজার ৯৫২ জন এবং পরীক্ষায় অংশ নেন ৭ হাজার ৬৪৬ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৩২ জন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (শনিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

/মারুফ, রাজিব

শেয়ার করুন -