MCJ NEWS

দ্বিতীয়বার চেষ্টা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম মো. আবদুল্লাহ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের (এ ইউনিট) স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মো. আবদুল্লাহ।

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘এ ইউনিটের’ ফলাফল প্রকাশ করা হয়।

মো. আব্দুল্লাহ ২০২১-২২ শিক্ষাবর্ষে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন বিভাগে ভর্তি হন। তবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে তিনি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং কুবির ‘এ ইউনিটে’ প্রথম স্থান অর্জন করেন।

সাফল্যের প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর অশেষ অনুগ্রহে আমি এই অর্জন করতে পেরেছি। একজন সেকেন্ড টাইমারের জন্য এই পথ সহজ ছিল না, কিন্তু আত্মবিশ্বাস আর পরিকল্পিত প্রস্তুতি আমাকে এগিয়ে রেখেছে।’

তিনি আরও বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার বাবা-মা এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি, যাঁদের দোয়া, সহানুভূতি ও সহায়তা এই অর্জনের পেছনে বড় ভূমিকা রেখেছে।’

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল কুবির ‘এ ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এএম/ ইব্রাহিম ভূইয়া

শেয়ার করুন -