কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ (বিজ্ঞান ও প্রকৌশল) ও ‘সি’ (ব্যাবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আজ রাত থেকে সাবজেক্ট চয়েস দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ও ‘সি’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৫ এপ্রিল থেকে ১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) গিয়ে পছন্দ অনুযায়ী সাবজেক্ট চয়েস দিতে পারবেন। এছাড়া, কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েসের সময় অবশ্যই কোটা উল্লেখ করতে হবে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৩ এপ্রিল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
/ সাজিদ