MCJ NEWS

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেরা অপর্ণা, চান সিএ হতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবসায় শিক্ষা অনুষদের (সি ইউনিট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন অপর্না শীল।

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

অপর্না শীল ২০২২-২৩ শিক্ষাবর্ষে নরসিংদী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তিনি জিপিএসহ মোট ১০৮ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন।

এই সাফল্যের অনুভূতি জানতে চাইলে অপর্না এমসিজে নিউজকে বলেন, ‘আমি আর আমার বোন দুজনেই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। অনুভূতিটা ভাষায় বোঝানো কঠিন। আনন্দ, গর্ব আর শান্তির এক মিশ্র অনুভূতি।’

এইচএসসি শেষেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করেছিলেন অপর্না। তিনি বলেন, ‘নির্দিষ্ট রুটিনে না পড়লেও স্যারদের পরামর্শ মেনে চলেছি। হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা ছিল আমার সবচেয়ে আত্মবিশ্বাসের জায়গা। চ্যালেঞ্জ ছিল মনোযোগ ধরে রাখা আর হতাশা কাটিয়ে ওঠা।’

অপর্নার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তাঁর মা। ‘মা সবসময় সাহস দিতেন। তিনি আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখতে চেয়েছেন, সেটাই আমার সবচেয়ে বড় প্রেরণা,’ বলেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে অপর্না বলেন, ‘আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়েই ভর্তি হবো। এখান থেকে ভালো কিছু শিখে ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (সিএ) হতে চাই।’

ভর্তিচ্ছুদের উদ্দেশে তিনি বলেন, ‘শুরু থেকে নিয়মিত পড়তে হবে। নিজের উপর ভরসা রাখতে হবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। চেষ্টা করলে সাফল্য আসবেই।

এএম/ মনিরা শিলা

শেয়ার করুন -