কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, এ পরীক্ষায় মোট ২৩ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী আবেদন করেন। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৬ হাজার ৭৫৮ জন, যা উপস্থিতির হিসেবে ৭০.৪৩ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৩৫ জন।
পরীক্ষা শেষে কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী জানান, স্বতন্ত্র ভর্তি পরীক্ষা আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে পরীক্ষার্থীদের সহযোগিতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। গতবার রাতের বেলায় কিছু ছিনতাইয়ের ঘটনা শোনা গেলেও এবার সে ধরনের কোনো ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ‘বি’ ইউনিটে ৪৪০টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়ছেন গড়ে ৫৪ জন শিক্ষার্থী।
/ মারুফ