কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে ২০২৫’ উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, ‘মেধাসত্ত্ব নিয়ে এখনো অনেকের মধ্যে অজ্ঞতা রয়েছে। সচেতনতা তৈরি ও ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা এই অবস্থার পরিবর্তন করতে পারি। দিবসটি উদযাপনের মধ্য দিয়ে সেই সচেতনতার ভিত্তি তৈরি করা সম্ভব।’
কর্মশালায় উপাচার্য ড. মো. হায়দার আলী বলেন, ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি অধিকার উদ্ভাবন ও সৃজনশীলতা রক্ষার একটি শক্তিশালী মাধ্যম। পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইটের মতো অধিকারগুলো উদ্ভাবক ও সৃজনশীলদের কাজের আইনি সুরক্ষা নিশ্চিত করে। এর মাধ্যমে তারা অর্থনৈতিক লাভও নিশ্চিত করতে পারেন।’
উল্লেখ্য, কর্মশালায় ইউজিসির এসকিউএসি শাখার উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির উল্লাহ টেকনিক্যাল দিকসহ নানা বিষয়ে আলোচনা করেন।
এমএস/ জয়, ইব্রাহিম, জিসান