MCJ NEWS

পূর্বঘোষিত সময়েই কুবিতে শুরু আন্তঃবিভাগ ক্রিকেট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ এর স্থগিতাদেশ তুলে পূর্ব নির্ধারিত ৭ মে থেকে শুরু হচ্ছে।

শনিবার (০৩ মে) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতাটি পূর্বে ঘোষিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগ অংশ নেবে এবং প্রতিযোগিতা পাঁচটি ধাপে সম্পন্ন হবে। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।

ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন জানান, ‘আমরা উদ্বিগ্ন ছিলাম যে, সবকিছু মিলিয়ে খেলার পরিবেশ তৈরি হবে কিনা। তবে, সবার সাথে কথা বলে তারা সুশৃঙ্খলভাবে খেলার প্রতিশ্রুতি দিয়েছে, তাই টুর্নামেন্টটি পুনরায় শুরু করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘মাঠের প্রস্তুতি এবং শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। খেলার সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য প্রতিটি বিভাগের দুজন শিক্ষক মাঠে উপস্থিত থাকবেন।’

উল্লেখ্য, এর আগে ০১ মে ‘অনিবার্য কারণে’ প্রতিযোগিতাটি স্থগিত করা হয়।

/ রহমত, মারুফ, হাসিন

শেয়ার করুন -