কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছুটির দিনে বাস সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের দাবিতে রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (৪ মে) দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষার্থীরা জানান, বর্তমানে কুবি ক্যাম্পাস থেকে কুমিল্লা শহরমুখী মাত্র দুটি বাস চলাচল করে, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। ফলে ক্যাম্পাস থেকে শহরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের।
এ বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, ‘শুক্র ও শনিবার শহরে যাতায়াতে শিক্ষার্থীরা ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন, দ্রুত সমাধান আসবে বলেই আমাদের আশা।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ছুটির দিনে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আমরা শুরুতে একটি বাস চালু করি, পরে তা বাড়িয়ে দুটি করা হয়েছে। তবে আমাদের নির্দিষ্ট বাজেটের সীমাবদ্ধতা রয়েছে, এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা যায় না। তারপরও বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রশাসনের সঙ্গে আলোচনা করব।’
/ফরহাদ, মারুফ