কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে শুরু হয়েছে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫। বুধবার (৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইংরেজি ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় এবারের আসর।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘খেলায় হার-জিত থাকবেই। তবে বৈরী আবহাওয়ার কারণে কমিটির সিদ্ধান্ত মেনে নেওয়ার মানসিকতা খেলোয়াড় ও দর্শকদের রাখতে হবে। সাম্প্রতিক সময়ে কিছু আচরণ লক্ষ্য করা গেছে, যা খেলোয়াড় ও দর্শকসুলভ নয়। তাই সবাইকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাই।’
ক্রীড়া কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘নভেম্বরে কমিটি গঠনের পর থেকে আমরা ধারাবাহিকভাবে খেলাগুলো আয়োজন করে আসছি। এবারও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে খেলা আয়োজনের চেষ্টা থাকবে। বারো মাসের খেলাগুলো তিন মাসে সম্পন্ন করেছি।’
উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান তোলে এআইএস বিভাগ। জবাবে ইংরেজি বিভাগ ৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৫ উইকেটের দাপুটে জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করে ইংরেজি বিভাগ।
/রহমত