কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের সাবজেক্ট চয়েসের ফলাফল প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১২ থেকে ১৫ মে’র মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট অনুষদ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ নিজ বিভাগে জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। পাশাপাশি, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৬ মে রাত ১২টার মধ্যে মাইগ্রেশন চালু বা বন্ধ করার সুযোগ পাবেন। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ১ জুলাই (মঙ্গলবার) থেকে।
উল্লেখ্য, ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি ও ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা চার কপি সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ছবি। এছাড়া, ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৬০০ টাকা নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হবে। এর পাশাপাশি ডিন অফিস ও বিভাগীয় উন্নয়ন ফি-ও পরিশোধ করতে হবে।
/মারুফ